banner

Terms and Conditions

GraphicsBazar.com এর নিয়ম ও শর্তাবলী

১. পছন্দ/ফ্রি ক্রয় পদ্ধতি

“গ্রাফিক্স বাজার ”  ওয়েব সাইট থেকে ৩ ভাবে প্রোডাক্ট ক্রয় করা যাবে।

ক.    ফ্রি তে সিঙ্গেল প্রোডাক্ট ক্রয় করা যাবে।

খ.    প্রিমিয়াম প্রোডাক্ট গুলো সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে ক্রয়ে করা যাবে।

গ.    মেম্বারশীপ অপশন থেকে ৩ টি প্যাকেজের যে কোনটি আনলক করার মাধ্যমে প্রোডক্ট ক্রয় করা যাবে।

২. গ্রাফিক্স বাজার ওয়েবসাইটে সেলার এবং ক্রেতা কারা ?

আমাদের সাইটি ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্রতিষ্ঠান এবং সাইটি একক ভেন্ডর অর্থাৎ গ্রাফিক্স বাজার নিজেই প্রোডাকশন হাউজ এবং নিজেই সেলার মার্চেন্ট এখানে অন্য কোন ভেন্ডর বা দোকানদার তার প্রোডাক্ট আমাদের সাইটে বিক্রয় করার অপশন রাখা হয়নি। সাইটি সম্পূর্ণ একক পরিচালিত প্রতিষ্ঠান। এই সাইটে আপলোডকৃত সমস্ত প্রোডাক্টের আইনানুগ, নীতি-রীতি, বৈধ-অবৈধতার দায়-ভার “গ্রাফিক্স বাজার” কর্তৃপক্ষ/স্বত্তাধিকারী নিবেন।

৩. ওয়েবসাইটি ট্রেড লাইসেন্সকৃত

গ্রাফিক্স বাজারের ট্রে ড লাইসেন্স নং: TRAD/NCC/0001599/2025

৪. ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী

  • অবৈধ কার্যক্রম নিষিদ্ধ: অবৈধপ্রতারণামূলকবা ক্ষতিকর কোনো কার্যক্রমে ওয়েবসাইটের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ: ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য ব্যবহারকারীর তথ্যের অননুমোদিত প্রবেশ বা হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ।

৫. কনটেন্ট ও মেধাস্বত্ব

  • মেধাস্বত্ব সংরক্ষণ: ওয়েবসাইটে প্রদর্শিত সমস্ত কনটেন্ট (যেমন: ছবিটেক্সটলোগোগ্রাফিক্স, আপলোডকৃত ডিজিটাল প্রোডক্ট সমস্ত কনটেন্ট বৈধ এবং কপিরাইটকৃত, ট্রেড মার্ককৃত প্রোডক্ট আপলোড করা হয়নি এবং হবে না।
  • অর্ডার ও পেমেন্ট
  • অর্ডার প্রক্রিয়া: গ্রাহক অর্ডার নিশ্চিত করার পর, GraphicsBazar নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি করার চেষ্টা করবে।
  • পেমেন্ট পদ্ধতি: ওয়েবসাইটে উল্লিখিত পেমেন্ট পদ্ধতিগুলোর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  • পেমেন্ট নিরাপত্তা: গ্রাহকের পেমেন্ট তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে GraphicsBazar সর্বোচ্চ প্রচেষ্টা করবে।

৬. রিটার্ন ও রিফান্ড নীতি

  • রিটার্নের শর্তাবলী: ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে পণ্যে ত্রুটিড্যামেজবা ভুল পণ্য প্রাপ্তির ক্ষেত্রে রিটার্নের জন্য আবেদন করতে হবে।
  • রিফান্ড প্রক্রিয়া: রিটার্নকৃত পণ্য যাচাই-বাছাইয়ের পর3 কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • রিটার্ন অযোগ্যতা: পণ্য ব্যবহৃত হলেবা ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ না জানালে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।

৭. ব্যবহারকারীর দায়িত্ব

  • সঠিক তথ্য প্রদান: অর্ডার ও রেজিস্ট্রেশনের সময় সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।
  • অবৈধ কনটেন্ট আপলোড নিষিদ্ধ: অবৈধআপত্তিকরবা অন্যের অধিকার লঙ্ঘন করে এমন কোনো কনটেন্ট ওয়েবসাইটে আপলোড করা যাবে না।
  • ওয়েবসাইটের অপব্যবহার নিষিদ্ধ: ওয়েবসাইটের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • গোপনীয়তা নীতি
  • তথ্য সংগ্রহ: GraphicsBazar গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারেযা শুধুমাত্র পরিষেবা উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।
  • তথ্য সুরক্ষা: গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে GraphicsBazar সর্বোচ্চ প্রচেষ্টা করবে।

৮. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

  • সাইটের ত্রুটি: ওয়েবসাইটে কোনো ত্রুটি বা বিভ্রান্তিকর তথ্যের জন্য GraphicsBazar দায়ী নয়।
  • বাহ্যিক লিংকের দায়িত্ব: ওয়েবসাইটে থাকা বাহ্যিক লিংকের কনটেন্টের জন্য GraphicsBazar দায়ী নয়।

৯. শর্তাবলীর পরিবর্তন

  • পরিবর্তনের অধিকার: GraphicsBazar যে কোনো সময় এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার পরিমার্ন ও সংযোজন করতে পারবে।
  • পরিবর্তনের বিজ্ঞপ্তি: শর্তাবলীর পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জানানো হবে।
  • পরিবর্তনের পর ব্যবহার: পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার করলেআপনি নতুন শর্তাবলী মেনে নিয়েছেন বলে গণ্য হবে।